রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মঙ্গলবার দর উপজেলার গোদার বাজার, সোনাকান্দর, মিজানপুর (নতুন চর)/ কালীতলা প্রভৃতি স্থানে অভিযান চালিয়ে তিনজনকে তিন হাজার টাকা জরিমানা করেছে। এসময় অবৈধ জাল চায়না দুয়ারী ১০০ পিস, কারেন্ট জাল ২০,০০০ মিটার, বেড় জাল ২০০ মিটার জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য ১১ লক্ষ টাকা। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে আইন ও বিধি-বিধান লঙ্ঘনের দায়ে বিভিন্ন অপরাধে ৩ জনকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মোস্তফা-আল-রাজীব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, রাজবাড়ী সদর, রাজবাড়ী। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।