গত ২১ জুলাই বীর মুক্তিযোদ্ধা জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, সেক্টর কমান্ডার, বীরউত্তম, কর্নেল আবু তাহেরের ৪৬তম হত্যা বার্ষিকীতে জাসদ রাজবাড়ী জেলা শাখা স্থানীয় রেলওয়ে শ্রমিকজোট কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে।
জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মুনিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, জাসদ রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লাল, যুগ্ম সম্পাদক কুতুবউদ্দিন সিদ্দিকী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, যুবজোট সভাপতি কামরুল ইসলাম কামুম, যুবজোট সাধারণ সম্পাদক আতিক আল আলম, শ্রমিক জোট সভাপতি পরিমল অধিকারী, সাধারণ সম্পাদক মঞ্জুরুল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান আমেরিকা – নিউইয়র্ক প্রবাসী জাসদ নেতা শামীম হক।
বক্তারা দেশে বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখতে বিঘ্ন সৃষ্টিকারী ও জঙ্গীর সঙ্গী বিএনপি জামাতের অশুভ তৎপরতা এবং তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকান্ড রোধে, সাম্প্রদায়িক শক্তি হিসাবে চিহ্নিত করে ও সংবিধানের ধারাবাহিকতা বিনষ্ট কারী হিসাবে চিহ্নিত করে মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরের হত্যাকারী হিসাবে চিহ্নিত করে সম্পূর্ণ রাজনৈতিক ও গণসংগ্রামের মাঝে পরাস্থ করতে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। এই সাথে বর্তমান সরকারের উন্নয়ন কর্মসূচি গুলিকে কলংঙ্কিত ও ম্লান করতে যেসব সরকার দলীয় সুবিধাবাদী, দুর্নীতিবাজ ও লুটেরাগন সিন্ডিকেট সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধেও প্রধানমন্ত্রী যেন জিরোটলারেন্স নীতিতে দৃঢ় অবস্থান গ্রহণ করেন।