৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি। এই থিম কে সামনে নিয়ে সুন্দর আবাস যোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসছে নভেম্বরে বিশ্ব ৮০০ কোটি জনসংখ্যার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। বিশ্ব বাসির জন্য এটি একটি আনন্দময় উদযাপনের মুহূর্ত। প্রতিটি দেশের জন্য এসময়টি গৃহীত সকল কার্যক্রম পর্যালোচনা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে।
রাজবাড়ীর জেলা প্রশাসক বলেন, আমরা এখন প্রান্তিক জনগোষ্ঠির দিকে মন দিতে হবে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালককে উদ্দেশ্য করে তিনি বলেন, যেন প্রান্তিক জনগোষ্ঠির দিকে বিশেষ নজর দেন কারণ প্রান্তিক জনগোষ্ঠি জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয় গুলো জানা প্রয়োজন। আমরা পরিকল্পনার ভিত্তিতে শিশু জন্ম দেব যাতে সেই শিশুকে জাতীয় সম্পদে পরিণত করতে পারি। কোন মানুষ যেন বোঝা না হয়। পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা বিশেষ স্থান অধিকার করেছে তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।