সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

রাজবাড়ীর কুইন আমাদের সকলের অনুপ্রেরণা ডা. রেজাউল ইসলাম, অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৪৬ Time View

প্রায় মাস খানেক আগে গিয়েছিলাম আমার নিজ জেলা রাজবাড়ীতে। কয়েকটি পত্রিকার সাংবাদিক ছোট ভাইয়েরা বেশ কিছুদিন ধরেই বলতেছিলো “রেজাউল ভাই” জীবনের সব জায়গায়ইতো আপনি দক্ষতার সাথে বিচরণ করছেন, আমরা আপনার কম’কান্ডের উপর একটা ডকুমেন্টারি করতে চাই। এটা আপনার জন্য আমাদের একটা উপহার। প্রথমে কিছুতেই রাজী হচ্ছিলাম না। শেষমেস অনেক পীড়াপীড়িতে রাজি হয়ে গেলাম। কয়েকজন তরুণ সাংবাদিক, শুভাকাঙ্ক্ষীসহ রাজবাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দিলাম। আগে ভাগেই ডিসি সাহেবকে জানিয়েছি, উনি সার্কিট হাউজে রেস্ট নেয়ার ব্যবস্থা করেছেন। পরবর্তীতে উনার অফিসে চায়ের দাওয়াত। ঘন্টা দুয়েক পরে যাব আমার নিজ উপজেলা বালিয়াকান্দিতে।

সার্কিট হাউজে অনেকের সাথে কথা হয়েছে। এরই মধ্যে একটা ফোন পেলাম উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ইকবাল সাহেবের কাছ থেকে। স্যার, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা হচ্ছে ইয়াছিন স্কুলের হল রুমে, আপনি যদি দয়া করে আসতেন। অত্যন্ত সজ্জ্বন ব্যক্তি ইকবাল সাহেব। কোন এক সময় আমরা একই উপজেলায় চাকরি করতাম। সাংস্কৃতিক কর্মকান্ডের উপর আমার ছিলো মারাত্মক ঝোঁক। ইকবাল সাহেব ভালো ভাবেই জানে অনুষ্ঠানটা আমি উপভোগ করবো। উপজেলা চেয়ারম্যান জনাব এমদাদুল হক বিশ্বাস, স্কুলের প্রধান শিক্ষক, আমার সহকর্মী অরুন বাবুও আমাকে অনুরোধ করলেন অনুষ্ঠানে যাওয়ার জন্য। আমি ইয়াছিন স্কুলে চলে গেলাম। নাচ, গান সহ বিভিন্ন বিষয়ের উপর উপস্থাপনা উপভোগ করলাম। রাজবাড়ীর সাংস্কৃতিক কর্মকান্ড অত্যন্ত শক্তিশালী। উপভোগ করলাম প্রান ভরে।

এখানেই আবিস্কার করলাম আমাদের রাজবাড়ীর কুইনকে। প্রথমত ওকে চিনতাম না, কিন্তু ওর উপস্থাপনা, বিনয়ীভাব, চালচলন, অভিব্যক্তি সব কিছুই ছিলো চোখে পরার মত। সাথে ছিলো কুইনের মা শামীমা আকতার মুনমুন। উনি ডাঃ আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক এবং দর্শন বিভাগের বিভাগীয় প্রধান। অনুষ্ঠান শেষে কুইন এবং ওর মা আমার সাথে পরিচিত হতে আসলো। অত্যন্ত বিনয়ীভাবে কুইন ওর পরিচয় দিচ্ছিলো, সাথে ওর মায়ের পরিচিত হওয়া। নিজেদেরকে এমন চমৎকার ভাবে উপস্থাপন করলো, যে যেকেউ তাতে আকৃষ্ঠ হবে। জানতে পারলাম আমার পরম শ্রদ্ধেয় একজন মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার এঁর মেয়ে শামীমা আকতার মুনমুন, উনারই মেয়ে আমাদের রাজবাড়ীর কুইন। মানে কুইন হচ্ছে ফকীর আব্দুল জব্বার সাহেবের নাতনী। আসলে বংশ পরম্পরায় এগুলো এসে যায়। আমার দেখা আদশ একজন মানুষ ফকীর আবদুল জব্বার, তাঁরই কন্যা শামীমা আকতার মুনমুন, মুনমুনের কন্যা আমাদের কুইন। কুইনকে নিয়ে চোখ কান বুজে আমরা গর্ব করতে পারি।

অত্যন্ত মেধাবী ছাত্রী কুইন। ওর গুনের পরিধি অপরিসীম। কোথায় নাই আমাদের রাজবাড়ীর কুইন? একজন মানুষ যদি ভালো হয় তাকে সাহায্য করে, অনুপ্রেরণা দিয়ে উপরে তুলে দেয়া আমার ছোট বেলার নেশা। আমি পারবো না কিছু করতে, কিন্তু আমাদের কুইন নিজেই একজন আলোকিত মানুষ, যুব সমাজের অহংকার। অত্যন্ত মেধাবী ছাত্রী কুইন। পিইসি, জেএসসি, এসএসসি তে কুইন জিপিএ -৫ পেয়েছে। সব জায়গায়ই পেয়েছে স্কলারশীপ। বিজ্ঞানে ইন্টারমিডিয়েট এ লেখাপড়া করছে রাজবাড়ী সরকারি কলেজে। ছোট বেলা থেকেই ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ এসবের প্রতি কুইনের দক্ষতা সবাইকে আকৃষ্ঠ করেছে। এ ছাড়া গান, নাচ, চিত্রাঙ্কন, উপস্থাপনা সব ক্ষেত্রেই ও দাপটের সাথে থেকেছে। এক কথায় অসাধারণ এই মেয়েটি।

লেখনীর হাতও চমৎকার। সেই ১০ বছর বয়েসেই ছড়ার বই “তানপুরাতে ঘুন ধরেছে” লিখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ছোট্ট কুইন। ২০২০ এর বই মেলায় তার বই “মা বলেছেন মানুষ হও” সবার দৃষ্টি কেড়েছে। কুইনের আছে নেতৃত্ত্ব দেবার একটা বিশাল ক্ষমতা। স্টুডেন্ট কেবিনেটে কুইন নির্বাচিত হয়েছে বারবার। কুইন পথ শিশুদের ভালোবাসে। সাধারণ মানুষ, অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর আকুলতা সব সময় কুইনের মধ্যে কাজ করে।

কুইন ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে কিছুদিন। ওর নিজস্ব ফেসবুক পেজ ইরঃ ড়ভ য়ঁববহ এ রয়েছে সাবলীল,নির্ভূল, আকর্ষনীয় ইংরেজি উচ্চারণ ও স্মার্ট উপস্থাপনা। কি পারে না আমাদের রাজবাড়ীর কুইন? সব ক্ষেত্রেই ওর অবাধ বিচরণ। বাবা মাকে, গুরুজনকে, শিক্ষকদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে কুইন। বিনয়ের সাথে কথা বলে সব সময়। আন্তর্জাতিক কয়েকটি সংস্থার সাথে যুক্ত হয়েছে কুইন। উপজেলা, জেলা, বিভাগীয় এমনকি জাতীয় পর্যায়ের অনেক পুরস্কার ছিনিয়ে এনেছে কুইন। ও আমাদের রাজবাড়ীর গর্ব। জাতীয় শিক্ষা সপ্তাহে কুইন এবার রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী হিসেবে সারাদেশের মধ্যে জাতীয় পর্যায়ে সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু মেধা অন্বেষণ এ বাংলা ভাষা ও সাহিত্যে জাতীয় পর্যায়ে সেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছে।ওর উত্তরোত্তর সফলতা কামনা করি।দোয়া করি আরও বড় মঞ্চে কুইন রাজবাড়ীকে রিপ্রেজেন্ট করবে। ধর্মভীরু, নামাজী, ধর্মীয় অনুশাসন মেনে চলে কুইন। একটা মানুষের জীবনে এর চেয়ে আর কি পাওয়ার আছে? সময় মত লেখাপড়া করা আর শুদ্ধ সাংস্কৃতিক চর্চা একজন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যার উদাহরণ আমাদের কুইন। সাংস্কৃতিক কর্মকান্ডে জড়ালে লেখাপড়া আরও ভালো হয়। মনের বিকাশে এগুলো অত্যন্ত জরুরি। রাজবাড়ীতে আরও একজন আলোকিত মেয়ে ছিলো। সোহা নামের ক্লাশ সেভেনে পড়ুয়া এই মেয়েটি দোতরা আর গীটার বাজিয়ে গান করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সোহা রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতো। বাবা মায়ের সরকারি চাকুরীর সুবাদে ওরা এখন গোপালগঞ্জে থাকে। গোপালগঞ্জেই লেখাপড়া করে সোহা।

রাজবাড়ী জেলার মাটি, আলো, বাতাস অবশ্যই কুইন সোহাদের মত প্রতিভা সৃস্টিতে অবদান রাখছে। সাংস্কৃতিক উপাদানের কি নাই আমাদের রাজবাড়ীতে? এখন সময় শুধু কুইনদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে রাজবাড়ী জেলাকে এগিয়ে নেয়া। কিছু কিছু ক্ষেত্রে আমরা একত্রে মিলেমিশে আমাদের প্রানের রাজবাড়ী জেলাকে এগিয়ে নিয়ে যাব, কুইনদেরকে এগিয়ে নিয়ে যাব। উঁচু গলায় বলবো, আমরা রাজবাড়ী জেলার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com