দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো এক বিশাল কাতল মাছ। মাছটির ওজন ২০ কেজি, মাছটি বিক্রি হয়েছে ৩০ হাজার টাকায়।
বৃহস্পতিবার ১৪ জুলাই সকাল ১১ টায় দৌলতদিয়া ৭নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে গায়া ফ্যাশন জাল ফেলে এই বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পরে সিরাজগঞ্জের জেলে বাবুল হলদারের জালে। পরে এই বিশালাকার মাছটি ৬ নং ফেরি ঘাটে জাহিদের মৎস্য আড়তে নিয়ে গেলে স্থানীয় মাছ ব্যাবসায়ী নুরু শেখ মাছটি ১৪শ টাকা কেজি দরে মোট ২৮ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। এব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, নদীতে জোয়ার থাকায় এখন মাঝে মধ্যেই বিভিন্ন প্রকারের বড় বড় মাছ ধরা পড়ছে। এসকল মাছ বেশির ভাগ ফ্যাশন জালে ধরা পরে। এধরণের পদ্মার মিঠা পানির মাছ খেতে খুবই সুস্বাদু হয়।