গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে দিন ব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে ১ টাকায় খাতা ও কলম বিতরণ করা হয়।
বুধবার সকালে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন এলাকায় অবস্থিত গাজী সাইফুল ইসলাম বিদ্যানিকেতন মাঠে এ ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানায়, ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার নির্ণয়, ওজন নির্ণয়, শরীরের তাপমাত্রা নির্ণয়, ব্লাড গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানসহ প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সিনিয়র মেডিকেল অফিসার ও মেডিকেয়ার ডায়াগানস্টিক ল্যাবের এমডি ডা. ওয়াজেদ জামিল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম, ঢাকা শহীদ মনসুর আলি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি রেজিস্ট্রার (সার্জারি) ডা. জেসমিন জাহান শিখা।
সৌদি প্রবাসী হুসাইন মোহাম্মদের সভাপতিত্বে ও জীবন চক্রবর্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, জাতীয় জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা জহিরুল ইসলাম লাভলু, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক শহিদুল ইসলাম, সাবেক পৌরসভার কমিশনার জেসমিন আক্তার প্রমুখ।