রাজবাড়ীতে অর্ধেন্দু শেখর মজুমদার ওরফে ভোলা মাস্টারের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ‘রক্ত পিপাসু সন্ত্রাসীদের পক্ষে কোন আপোসকামিতা চায় না, বিচার চাই’ স্লোগানে ঢাকায় বসবাসরত রাজবাড়ী জেলাবাসীর ব্যানারে শহরের প্রেস ক্লাবের সামনের সড়কে এই কর্মসূচির পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিজ্ঞান চেতনার আহ্বায়ক মহিতুজ্জমানা বেলাল,জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুমার রায়, সৈয়দ ইকবাল, সাংবাদিক লিটন চক্রবর্তী প্রমূখ।সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুকুমার রায়।সমাবেশে ঢাকায় বসবাসরত ও রাজবাড়ীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রয়াত ভোলা মাস্টারের পরিবারের উপর ইসকন সভাপতি জয়দেব কর্মকার কর্তৃক সন্ত্রাসী হামলা ও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে।হামলাকারীরা বাড়ির প্রাচীর ভেঙে ফেলেছে।বাড়ির পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যদের মারধর করা হয়েছে। বাঁশের লাঠি, লোহার রড, কাঠের চেলা দিয়ে পিটানো হয়েছে।তাদের গালাগাল করা হয়েছে। এসব হামলার নেতৃত্ব দিয়েছে ভূমিদস্যু জয়দেব কর্মকার। রাজবাড়ীবাসী কোনো অন্যায় মেনে নেবে না। হামলায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিচার না হওয়া পর্যন্ত রাজবাড়ীবাসী ধারাবাহিক ভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।