রাজবাড়ী শহরতলীর গোদার বাজার আউটডোরে শনিবার কালার পেন্সিল আর্ট একাডেমি এন্ড গ্যালারির একাডেমি কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। নদীর ধারে বসে ক্ষুদে শিল্পীরা তাদের মনের রঙে রাঙিয়ে তোলে প্রতিটি ক্যানভাস। কালার পেন্সিল আর্ট একাডেমি এন্ড গ্যালারীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. সেলিম খান বলেন, শিশুদের ঘরের চার দেয়ালের বাইরে এনে প্রকৃতির খুব কাছে থেকে বাস্তবসম্মত অভিজ্ঞতা দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। শিশুদের অতিরিক্ত লেখাপড়ার চাপে বেশির ভাগ শিশুরা ঘর বন্দী হয়ে পড়ে তখন তারা যেটুকু অবসর পায় মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে। এতে তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়। শিশুরা যেনো মোবাইল ফোনে আসক্ত না হয় সেজন্য ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রাকৃতিক পরিবেশে তাদের কে ছবি আঁকা শেখানো হয়। তাতে কিছুটা হলেও শিশুরা বাইরের পরিবেশ সম্পর্কে জানতে পারে এবং কিছু শিখতে পারে। তারই ধারাবাহিকতায় আউটডোর ক্লাস গোদার বাজার নদীর পাড়ে আয়োজন করা হয়েছে। শিশুরাও ভীষণভাবে আয়োজন উপভোগ করেছে।
শিশুদের অভিভাবকেরা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের কল্পনার শক্তি বৃদ্ধি করে। একই সাথে পড়ালেখার বাইরে শিশুরা আনন্দ থাকে। এ ধরনের আয়োজন আরো বেশি বেশি করে করা উচিত।