রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা বিভিন্ন বয়সী সুবিধা ঞ্চিত নারীদের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) কার্যালয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ৩০ জন সুবিধাবঞ্চিত নারীর মাঝে সনদপত্র ও সেলাই মেশিন এবং উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ও কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সংগঠনের সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সেভ দ্য চিলডেন্ট এর রাজবাড়ী জেলার ম্যানেজার সাইফুল ইসলাম সেলিম, রুমা আক্তার, ফকীর আমজাদ হোসেন প্রমুখ।
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে সুজারল্যান্ড এর সার্বিক সহযোগিতায় সেভ দ্য চিলডেন এর প্রকল্প বাস্তাবায়নে ৬মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এরই মধ্যে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর সহযোগিতায় প্রশিক্ষণ নিয়ে সুবিধাবঞ্চিত নারীদের ৩৫ জন ছেলে মেয়ে ড্রাইভিং প্রশিক্ষণ শেষে সনদ নিয়েছে। এই সুবিধা আওতায় অনেকে কর্মমুখি হয়েছেন।
অনুষ্ঠানের সভাপতি ফকীর আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, তাদের এ প্রচেষ্টার মাধ্যমে প্রশিক্ষণ পাওয়া যৌনজীবি মায়েরা সম্মানজনকভাবে জীবিকা নির্বাহের পথ খুঁজে পাবে। এ ধরনের নানাবিধ প্রচেষ্টা তারা আগামীতেও অব্যাহত রাখবেন।