পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৌলতদিয়া ঘাটে যান পারাপার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পারাপারের লক্ষে মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহা, এনএসআই উপপরিচালক শফিকুল ইসলাম প্রমুখ।
সভায় উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করার জন্য সকল পক্ষ আন্তরিকতার সাথে কাজ করবে, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। ভাড়ার তালিকা দৃশ্যমান রাখতে হবে, মহাসড়কে অনিবন্ধিত কোন যান চলাচল করতে পারবে না, যাত্রী হয়রানি রোধে মোবাইল কোর্ট নিয়মিত চলবে, ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের জন্য টিম প্রস্তুত থাকবে, গরুর গাড়ির পারাপার নির্বিঘ্নে করা হবে, ঘাট এলাকায় প্রতারক চক্রদের তাৎক্ষণিকভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের সুরক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষ একইভাবে কাজ করবে।