রাজবাড়ীতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে রোববার বিকেলে জেলা উদীচী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ডা. সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, ওয়ার্কার্স পার্টির নেতা মওলা বক্স, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, সুমন বিশ্বাস, শাহ আজিজ, আকরাম হোসেন প্রমুখ।
বক্তারা জাহানারা ইমামের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অত্যন্ত দৃঢ়চেতা মানুষ ছিলেন তিনি। ১৯৯২ সালের জানুয়ারি মাসে তিনি ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠা করেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিনি আন্দোলন শুরু করেন। অনেক বছর পরে হলেও যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এটি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের ফসল।