বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে রাজবাড়ী সদর উপজেলার বরাট রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল মন্ডলকে রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক বিশ্বাস হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রুবেল মন্ডল বুধবার রাজবাড়ী সদর থানায় জিডি করেছেন। ঘটনার প্রতিবাদে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ব্যানারে বিকেলে শহরের প্রধান সড়কে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, আগামী ১ জুলাই তারিখে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মানিক বিশ্বাস ও আঞ্জুয়ারা বেগম সভাপতি পদে নির্বাচন করছেন। রুবেল মন্ডল আঞ্জুয়ারা বেগমের সমর্থনে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
রুবেল মন্ডল জানান, গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মানিক বিশ্বাস তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আঞ্জয়ারা বেগমের পক্ষে নির্বাচনী প্রচারণা থেকে সরে না দাঁড়ালে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন করা হবে বলে হুমকি দেয়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেল ছয়টার দিকে রাজবাড়ী প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন আঞ্জয়ারা বেগম, নাজমুল ইমাম, আবুল কালাম প্রধান, আব্দুর রহমান, সেলিনা বিলকিস, গুলশান আরা মিতা প্রমুখ। বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নির্বাচনে সভাপতি প্রার্থী আঞ্জয়ারা বেগম বলেন, মানিক বিশ্বাস নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেই চলেছেন। ভোটারদের হুমকি ধমকি দিচ্ছেন। একজন শিক্ষকের কাছে এ ধরণের আচরণ কাম্য নয়।
এবিষয়ে কথা বলার জন্য মানিক বিশ্বাসরে মোবাইল ফোনে বহুবার কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।