রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের দুস্থ অসহায় ক্ষতিগ্রস্ত ৫শ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ত্রাণ অধিদপ্তরের সহযোগিতায় খানগঞ্জ ইউনিয়নের চরাঞ্চলের চর শিবরামপুর, কান্তনগর, বিল নুরুদ্দিনপুর ও খানগঞ্জ এলাকার মানুষের মাঝে ১০ কেজি করে জিআর এর চাল বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন খানগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান সোহান, সাবেক চেয়ারম্যান আক্রামুজ্জামান রঞ্জু চৌধুরী, খন্দকার গোলাম কিবরিয়া, আ. মালেক প্রমানিক, ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. শাহীন সেখ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি জয়দেব সাহা, মুমিনুল ইসলাম মিন্টু ও তোফাজ্জেল হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত হয়ে সাধারণ মানুষ অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। তাদের পাশে এখন সবার দাঁড়ানো উচিত। রাজবাড়ীতেও বন্যার পানি বাড়ছে। এতে বেড়িবাঁধ সংলগ্ন নিচু এলাকার ফসলী জমির ফসল নষ্ট হচ্ছে ।