রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডেন্টাল এক্স-রে কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার আগস্ট সকাল ১১ টায় উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. নুরুল ইসলাম। এসময় কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত আলী, ডেন্টাল সার্জন ডা. মো. ফখরুল আলম, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সজল, মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান, ডা. এনামুল হকসহ পাংশা ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রম শুরু হওয়ায় এর সুফল ভোগ করবে রাজবাড়ী জেলা সহ আশপাশের জেলার সকল জনগণ। বাংলাদেশের ভেতরে ২য় স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ডেন্টাল এক্স-রে চালু হলো।