রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও রাজবাড়ী পৌরসভার প্রাক্তন কমিশনার আব্দুল মতিন মন্ডল বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। তার বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে রাজবাড়ী বড় মসজিদে প্রথম ও বাড়ি সংলগ্ন স্কুলমাঠে দ্বিতীয় জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।