শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন

জুলাই শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৯ Time View

রাজবাড়ীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থানে জেলার শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার এ কর্মসূচির আয়োজন করা হয়।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের জুলাই শহীদ আব্দুল গণি মিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ। এসময় জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হকসহ বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে জেলার বালিয়াকান্দি উপজেলার শহীদ সাগর আহম্মেদের সমাধিস্থলের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান। এছাড়াও কালুখালী উপজেলার জুলাই শহীদ কুরমান শেখের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া আফরোজ। এসময় বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com