রাজবাড়ীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফ-উল-হাসান প্রমুখ। এসময় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাস বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার এক অনন্য অধ্যায়। শিক্ষার্থী ও আপমর জনগণের অংশগ্রণে এই সময় যে ঐতিহাসিক গণআন্দোলন গড়ে উঠেছিল, তা ন্যায়, অধিকার, এবং মর্যাদার প্রতি জাতির অঙ্গীকারকে নতুনভাবে প্রকাশ করেছে।