রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মাদক বিরোধী পৃথক পৃথকভাবে অভিযান পরিচালনা করে হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল পোনে ৫ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের কেকেএস সেফ হোমের গেইট থেকে মো. রুবেল খান (২৭) এর কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন পাওয়া যায়, একই দিন গোয়ালন্দ উপজেলার সাহাজুদ্দিন মাতব্বর পাড়া মৃত কাশেম জমাদ্দারের ছেলে ফজলু জমাদ্দার (৩০) কে দৌলতদিয়া ঢাকা-খুলনা মহাসড়কের কেকে এস সেফ হোমের গেইটের সামনে হতে ৩০ পুরিয়া হেরোইন সহ আটক করা হয়।
অপরদিকে মো. অহিদুল হক (৩২) কে একই তারিখ বিকেল ৫ টার দিকে একই স্থান থেকে ৪০ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে প্রেরন করা হইয়াছে।