রাজবাড়ীর ডিবি পুলিশ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে সংঘটিত চাঞ্চল্যকর শাহীন শেখ হত্যা মামলা দুই নারীকে গ্রেফতার করেছে। তারা হলো রাহেলা পারভীন ও তার পুত্রবধূ রেজমিন আক্তার তন্দ্রা। রাহেলা রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী। অপর গ্রেপ্তার তন্দ্রা একই গ্রামের রাকিবুল বিশ্বাসের স্ত্রী।
রাজবাড়ী ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, শাহীন হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সম্পর্কে শাশুড়ি-পুত্রবধূ। বৃহস্পতিবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
গত ১৬ মে সন্ধ্যার দিকে শাহীন শেখকে চুরির অভিযোগে বাড়ি থেকে ধরে নিয়ে শামসুদ্দিন বিশ^াসের বাড়িতে আটকে রেখে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৭ মে তারিখে শাহীন শেখের মামা কালাম মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা করেন। নিহত শাহীন একই গ্রামের দিনমজুর জিন্নাহ শেখের ছেলে।