রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে রমেশ চন্দ্র সরকারের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার দুইজন বৃহস্পতিবার ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছে। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার করে বালিয়াকান্দি থানার পুলিশ। তারা হলো একই ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের নাসির মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম এবং আলোকদিয়া গ্রামের ওয়াজেদ মৃধার ছেলে রাশেদুল ইসলাম। এরা দুজনেই কুখ্যাত ডাকাত বলে জানিয়েছে পুলিশ।
রাজবাড়ীর জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে রমেশ চন্দ্র সরকার (৭১) এর বসতবাড়ীতে ৭/৮ অজ্ঞাতনামা ডাকাত গত ২৭ জুন রাতে ধারালো অস্ত্র দেখিয়ে একজোড়া স্বর্নের দুল ও নগদ ২০,০০০/- টাকা লুন্ঠন করে। ডাকাতদের সবার মুখ গামছা দিয়ে পেচানো, পরনে গেঞ্জি, হাফ প্যান্ট ও খালি পায়ে ছিল। ডাকাতির এক পর্যায়ে বাদীর ভাতিজা বউ সুনীতা রানী সরকার তার মোবাইল নাম্বার হইতে আশে পাশের লোকজনদেরকে জানান। আশে পাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পটকা ফাটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রমেশ চন্দ্র সরকার বালিয়াকান্দি থানায় মামলা করেন। পরবর্তীতে রাজবাড়ীর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ) রাজবাড়ী এর সার্বিক তত্বাবধানে ও অপারেশন পরিকল্পনায় বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম একটানা অভিযান চালিয়ে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ২ জন ডাকাতকে তাদের নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।