রাজবাড়ীতে কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা পৌনে ২টা থেকে বেলা বিকেল পৌনে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আরিফ হোসেন।
জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ হাট ও সোনাপুর স্ট্যান্ড মোড় এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারী ও খাদ্যপণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে কালুখালীর বাংলাদেশ হাটের জনি বেকারিকে ৩ হাজার ৫শ টাকা, পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে সোনাপুর স্টান্ড মোড়ের আবুল স্টোরকে ২ হাজার টাকা এবং মাহবুব স্টোরকে ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।