‘সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন’- একটি ফুটবল, একটি পৃথিবী, স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ঢাকা ২৯ ফুটবল একাডেমী বনাম বাফুফে এএফসি ওয়ান স্টার প্রাপ্ত গোয়ালন্দ ফুটবল একাডেমী, রাজবাড়ী একে অপরের মোকাবেলা করে। খেলায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম। নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ১-০ গোলে জয় পাই বাফুফে এএফসি ওয়ান স্টার প্রাপ্ত গোয়ালন্দ ফুটবল একাডেমী রাজবাড়ী।
খেলার সার্বিক দায়িত্বে ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমী চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ২৯ ফুটবল একাডেমী’র সহ-সভাপতি মো. জাবেদ মিয়া, ঢাকা রহমতগঞ্জ ক্লাবের ইভেন্ট ম্যানেজার মো. রিপন প্রমুখ।
গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগ।