মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

জুয়ার টাকার বিরোধে হত্যা করা হয় নজরুলকে, গ্রেফতার ২

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৫৯ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব। জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকান্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার মো. সুলতানা মিয়ার ছেলে রনি মিয়া ওরফে আরমান হোসেন (২২) এবং একই এলাকার সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে মো. ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু (২০)। নিহত নজরুল বেপারী দৌলতদিয়া ইউনিয়নের ঈমান খা পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে দুটি মামলা ছিল।

পুলিশ জানায়, গত ২২ জুন রাত ১২টার দিকে নজরুল নিজ বাড়ি থেকে তার ব্যবসায়ী দোকানের চাবি নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীর উদ্দেশে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল পৌনে ৭ টায় ঈমান খা পাড়ার রেলওয়ে সীমানা পিলারের পাশে অর্থাৎ মুক্তি মহিলার অফিসের পাশে পুকুরের ধারে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের মাথা, ঘাড়, পিঠ, হাত ও পায়ে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের ভাই এরশাদ বেপারী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করলে রনি ও ঝড়ুর সম্পৃক্ততা পাওয়া যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৬ জুন রাত ২টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে রনিকে এবং ২৭ জুন সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা জেলার সাভার থানার রেডিও কলোনি এলাকা থেকে ঝড়ুকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নজরুলের সঙ্গে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও শত্রুতা ছিল। একপর্যায়ে তারা আরও কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে নজরুলকে হত্যা করে। পরে রনির দেখানো মতে ঈমান খা পাড়ার রেল লাইনের পূর্ব পাশে রেলের ডোবার পানিতে ফেলে রাখা হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছোল/দা এবং ঝড়ুর দেখানো মতে একটি স্টিলের ধারালো চাকু, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, রনির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ডাকাতি, ছিনতাই, অস্ত্র, মাদক, নারী নির্যাতনসহ ১৪টি মামলা এবং ঝড়ুর বিরুদ্ধে দুটি ডাকাতি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com