রাজবাড়ী জেলা পুলিশ ৬৬টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। গত শনিবার রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করা হয়। এসময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এলআইসি শাখার একটি আভিযানিক দল রাজবাড়ী জেলার ৫টি থানার জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার জিডি ৩৩টি, গোয়ালন্দ ঘাট থানার জিডি ২টি, পাংশা মডেল থানার জিডি-১১টি, কালুখালী থানার জিডি ৫টি এবং বালিয়াকান্দি থানার জিডি ১৫টি, সর্বমোট-৬৬টি মোবাইল হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার কামরুল ইসলাম মহোদয় বলেন, জেলা পুলিশ রাজবাড়ী অন্যান্য আইন-শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারনা ও ফেসবুক সংক্রান্ত জিডি হয়। জিডির প্রেক্ষিতে এলআইসি শাখার একটি চৌকস টিম মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারনা, ফেসবুক হ্যাক সহ অন্যান্য সাইবার অপরাধ উদঘাটনে সর্বদা কাজ করে থাকে।