রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া থেকে শনিবার রাতে ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তারা হলো রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া গ্রামের মেহের সরদারের ছেলে মোঃ রানা সরদার (২৪) ও জামাল মন্ডলের ছেলে মোঃ মাসুদ মোল্লা (২৮)।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া ইট ভাটা এলাকায় দুইজন ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে গেলে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ রানা সরদার ও মোঃ মাসুদ মোল্লা নামে দুজনকে আটক করে। তাদের দেহ তাল্লাশি করে ১১৫ পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের রোববার রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।