প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -২ মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিহীনদের পুনর্বাসনের ঘোষণা দিয়েছিলেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে সারাদেশে এ কাজ শুরু হয়। যা কিছুদিন পরই বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুনরায় ওই কর্মসূচি চালু করেছে।
তিনি বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলাকে ক শ্রেণীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষে উপজেলা টাস্কফোর্স কমিটি, প্রকল্প বাস্তবায়ন কমিটি, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কালুখালী উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রুপা রায়, সহকারী কমিশনার(ভূমি) ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন্নাহার, কালুখালী থানার ওসি(তদন্ত) আঃ গনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এমএ মতিন, মাজবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সভার পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক -২ মোহাম্মদ আজিজুল ইসলাম কালুখালী উপজেলা পরিষদের সামনে এলে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সহকারী কমিশনার(ভূমি) ইসমাইল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামসুন্নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী সহ প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।