রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন ধরণের স্টেকহোল্ডারদের জন্য এসটিডি, এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১১ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে গোয়ালন্দ পৌরসভা হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজার মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা, সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের সহকারি পরিচালক ডা. মাহজাবিন চৌধুরী।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে এ প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন।
এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুরে প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, আক্কাস আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মো. জহিরুল ইসলাম, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আজু সিকদার, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য সচিব মো. মোজাম্মেল হক লাল্টু, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই কর্মকর্তা মো. মোশারফ হোসেন, স্বাস্থ্য পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, মোছা. হাফিজা খাতুন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রোগ্রাম অফিসার (শিক্ষা) শেখ রাজীব, শ্রমিক নেতা মো. ফারুক হোসেন, মো. সুলতান ফকির, অবহেলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভানেত্রী ফরিদা পারভীন, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রূপা রানী কুন্ডু, প্যারামেডিক মো. সাব্বির, মোছা: খাদিজা খাতুন প্রমুখসহ অন্যান্য এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দৌলতদিয়া পূর্ব পাড়ার বাসিন্দাসহ দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।