‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজবাড়ীতে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে। বুধবার সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।
মেলায় ৩৫টি স্টল স্থান পেয়েছে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। বিজ্ঞানভিত্তিক নানা বিষয়ে সৃজনশীল উদ্ভাবন তুলে ধরা হয় এসব স্টলে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং মন্ত্রণালয়ের উদ্যোগে মেলায় আনা হয়েছে দুটি ভ্রাম্যমাণ বিজ্ঞান বাস। একটি বাসে বিজ্ঞানভিত্তিক নানা প্রদর্শনী এবং অন্যটিতে চলছে ফোরডি মুভি প্রদর্শনী, যা শিক্ষার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
উদ্বোধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।