জমি দখলের প্রতিবাদে রাজবাড়ী জেলার সদর উপজেলার রামকান্তপুরে জিসান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার রামকান্তুপুর ইউনিয়নের মাটিপাড়া এলাকার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের সামনে গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা আজিজ খাঁ, আব্দুর রাজ্জাক, জব্বার মন্ডল, শাহাদত খাঁ, মান্নান মোল্লা, আজগর মন্ডল, জাকির মোল্লা, আবু বক্কর সিদ্দীকসহ কয়েকজন বক্তব্য দেন।
ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক ওরফে পলাশ বলেন, জিসান মাটিপাড়া গ্রামে একটি ইটভাটা পরিচালনা করছেন। সেই ভাটার মধ্যে তাদের পরিবারের ১ একর ২৭ শতাংশ জমি রয়েছে। একসময় তাদের কাছ থেকে সেই জমি ইজারা নিয়েছিল জিসানের পরিবার। কিন্তু পরবর্তীতে ইজারা বাবদ তাদের আর কোনো টাকা দেয়নি তারা। আবার জমিও ফেরত দেয়না। এখন তাদেরকে নানাভাবে সেই জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য হুমকি-ধামকি দিয়ে আসছে তারা। জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় বিভিন্ন ভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানী করে আসছেন বলে জানা তারা।
ফরিদ মোল্লা অভিযোগ করে বলেন, “আমাদের ১ একর ৩৫ শতক জমি দখল করেছে। আমরা মামলা করে ডিগ্রি পেয়েছি। হাল সনদের খাজনাও দিয়েছি। এরপরও জমিতে উঠতে দিচ্ছে না বরং উল্টো মামলা দিয়ে হয়রানি করছে।”
ভুক্তভোগী আব্দুল জলিল বেপারীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, “আমার স্বামী মারা গেছেন। ছেলে রিকশা চালায়। আমাদের ৫২ শতক জমি দখল করে রেখেছে জিসান। জমিতে যেতে গেলেই হুমকি দেয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জেলা প্রশাসন ও জেলা আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি মাটিপাড়া বাজার এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে এসে শেষ হয়।