রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১০টি ড্রাম ট্রাক জব্দ ও ৪টি ড্রেজিং মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করেছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান।
বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার পশ্চিম উজানচর এলাকায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ নিজামের মালিকানাধীন গোধূলি পার্কে অভিযান চালিয়ে সেখানকার বিশাল জলাশয় হতে বালু উত্তোলনের দায়ে ৩টি ড্রেজার মেশিনের সংযোগ বিচ্ছিন্ন ও ৫ টি বালুবাহী ট্রাক জব্দ করেন ইউএনও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত তিনদিনে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোট ৪টি ড্রেজার মেশিন ধ্বংস এবং মাটি ও বালু পরিবহনের দায়ে ১০টি মাটি বহনকারী ড্রাম ট্রাক জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান। এদিকে গত ৬ মে মঙ্গলবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়ের পাড়া এলাকায় মরা পদ্মা নদী হতে বালু উত্তোলনের দায়ে শহিদ নামের এক বালু ব্যবসায়ীর একটি ড্রেজারের ৫০/৬০ টি পাইপ ধ্বংস করে উপজেলা প্রশাসন।
ইউএনও নাহিদুর রহমান জানান, লিপু মন্ডলের সেখানে একটি সরকারি রাস্তায় বালু ফেলার কথা থাকলেও আশপাশের বিভিন্ন স্হানে বালু ফেলা হচ্ছিল। সেজন্য সেখানে অভিযান চালানো হয়েছে। দুলাল বিশ্বাস বা এলাকার অন্য কেউ এ বিষয়ে তাকে কিছু বলেনি। এ ব্যাপারে বাড়াবাড়ি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউএনও আরো জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন কিংবা নদী ও জলাশয় হতে বালু উত্তোলন বন্ধ করে সড়কে জানমালের নিরাপত্তা ও ক্ষতিরোধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগেও হয়েছে, এখনো হচ্ছে। ভবিষ্যতেও চলবে।