রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী সংলগ্ন পোড়াভিটা নামক স্থান থেকে নেশাদ্রব্য মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ৫ জন মাদকসেবনকারীকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। গত বুধবার রাতে যৌনপল্লীর পোড়াভিটা নামক স্থান থেকে মাদকসেবনরত অবস্থায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের প্রত্েযককে ২ মাসের কারাদন্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।