রাজবাড়ীর গোয়ালন্দে গুলি চরমপন্থী নেতা সুশীল হত্যা মামলায় আরো একজন আসামিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামের মো. তোফসের আলী শেখের ছেলে মো. রুবেল শেখ (২৭)। তাকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটের মাছ বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।
গত বছরের ২১ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার কাটাখালি বাজারে সন্ধ্যা ৬ টার দিকে সর্বহারা নেতা সুশিলকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত সুশিল চন্দ্র সরকার চরমপন্থাী পূর্ব বাংলা সর্বহারা দলের দলনেতা ছিলেন। এর আগে এ হত্যা মামলায় ২ অক্টোবর রাতে ৪ জনকে আটক করে থানা পুলিশ।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, সুশিল হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।