রাজবাড়ী সদর থানার পুলিশ রোববার সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।
তারা হলেন অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সদর উপজেলার খানখানাপুর এলাকার বাসিন্দা আব্দুর রহিম সরদার, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি চন্দনী গ্রামের বাসিন্দা জিলাল শেখ ও সন্ধিহারা গ্রামের বাসিন্দা আরিফ খান। এছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানার আসামি হিসেবে রাজাপুর গ্রামের ইকরাম শেখ, অন্তর শিকদার এবং রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকার আলাল কবিরাজকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।