‘জাগো হে মানব শিল্পের ছোঁয়ায়’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে স্বদেশ নাট্যাঙ্গনের উদ্যোগে তিন দিনব্যাপী গীতরঙ্গ কর্মশালা শুরু হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন স্বদেশ নাট্যাঙ্গনের উপদেষ্টা সাংবাদিক লিটন চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন স্বপ্নডাঙ্গা পাঠশালার প্রতিষ্ঠাতা রেজা করিম।
উদ্বোধনী দিনে প্রশিক্ষণ দেন বরেণ্য শিক্ষক ও নাট্যবিদ ড, বিপ্লব বালা। কর্মশালায় জেলার ৩০ জন সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করছেন।
পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবেন নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা, শিক্ষক ও সংগীত শিল্পী দেবাশীষ বিশ্বাস এবং শিক্ষক ও গবেষক ড. কামাল উদ্দিন কবির।