রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া গ্রামের বাসিন্দা রেজাউল করিম আরজু গত বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। দীর্ঘদিন তিনি ক্যান্সারের সাথে যুদ্ধ করে হেরে যান মৃত্যুর কাছে। তার বয়স হয়েছিল ৬২ বছর। রেজ্উাল করিম আরজু রামকান্তপুর রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশন প্রাঙ্গণে আনা হলে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
রাত ৯টায় তার গ্রামের বাড়ি বেথুলিয়ায় জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এসময় এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, আরগজু তার ভাইয়ের মত ছিলেন। আপন ভাই হারালে যতটা কষ্ট হয়, আরজুর মৃত্যুতে তিনি ততটাই কষ্ট পেয়েছেন। রেজাউল করিম আরজু সংস্কৃতিমনা, ক্রীড়ামোদী ব্যক্তি ছিলেন। তার মত মানুষের এ সমাজে বড়ই প্রয়োজন। তিনি যখন রাবেয়া-কাদের স্মৃতি ফাউন্ডেশন স্থাপনের উদ্যোগ নেন দতঢ়খন রেজাউল করিম আরজুকে পাশে পেয়েছিলেন।