এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) কার্যালয়ে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের প্রভেশন কর্মকর্তা অজয় কুমার হালদার।
সংস্থার রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন এডাব এর বরিশাল অঞ্চলের কেন্দ্রীয় সমন্বয়কারী কেএম জাহাঙ্গীর আলম, ভোর্ড এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন প্রমুখ। সঞ্চালনা করেন এডাব কর্মকর্তা নাসির উদ্দিন।
বক্তারা বলেন ‘স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখা থামানো যাবেনা। আমরা না পারলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তা বাস্তবায়ন করবে। যার স্বপ্ন যত বড় সে তত বড়। স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখবে।’ এমন কথাই বলেছেন বক্তারা। যে কোনো মানুষেরই মৌলিক অধিকার রয়েছে। রাষ্ট্রের যে মৌলিক অধিকার আছে তা খর্ব হলে রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। দলিত সম্প্রদায়ের মানুষও স্বপ্ন দেখে তাদের সন্তান মানুষের মত মানুষ হবে। তার সন্তান যেন রাষ্ট্র থেকে সবাই যে সুযোগ পায় তার সন্তানও সে সুবিধা ভোগ করে।
সেমিনারে জানানো হয়, ধর্ম, লিঙ্গ, জন্মস্থান, বাসস্থানসহ রাষ্ট্রের সকল নাগরিকতে মানুষ হিসেবে সমানভাবে দেখা, সমান সুযোগ-সুবিধা দেওয়া ও সমান নাগরিক ভোগ করার অবস্থা নিশ্চিত করা হলো সম নাগরিকত্ব। এডাব মানুষের সম নাগরিকত্ব অধিকার নিশ্চিতের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে।