তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের অংশ হিসেবে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে বুধবার শহরের সজ্জনকান্দায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক জাতীয় মহিলা সংস্থা, রাজবাড়ীর চেয়ারম্যান সুলতানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।