রাজবাড়ীতে ব্রিটিশ বিরোধী সংগ্রামী,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড আশু ভরদ্বাজের ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই স্মরণসভার আয়োজন করা হয়।
জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। সভার শুরুতে কমরেড আশু ভরদ্বাজ স্মরণে এক মিনিট নিরবতার পালন করা হয়। ২৪ এপ্রিল খাপরা ওয়ার্ড শহীদ দিবস অগ্নিঝড়া দিনের স্মৃতি বিজরিত একটি লেখা পাঠ করেন জেলা উদীচীর পাঠাগার বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবু।
এতে স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা উদীচীর সহসভাপতি আজিজুল হাসান খোকা, জেলা উদীচীর সদস্য কমল কে সরকার, বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস।
জন্মসূত্রে গোপালগঞ্জের অধিবাসী আশু ভরদ্বাজ জেলখানার বাইরে রাজবাড়ীতে জীবনের বেশির ভাগ সময় থেকেছেন। জাতীয় রাজনীতিতে বিচরণ থাকলেও কর্মক্ষেত্র ছিল বৃহত্তর ফরিদপুর জেলা। ১৯২০ সালের ২১ ফেব্রুয়ারি বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার ঊনশিয়া গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে কমরেড আশু ভরদ্বাজ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম উমাচরণ ভরদ্বাজ জ্যোতিভূষণ, মাতা অন্নদা সুন্দরী দেবী। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। গোপালগঞ্জের অধিবাসী হলেও তিনি রাজবাড়ীতে বেশি সময় বসবাস করেছেন। তিনি সমাজতন্ত্রের লড়াই করতে গিয়ে আজীবন কুমারিত্ব পালন করছেন। তিনি ছিলেন সত্যবাদী।