কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ঢাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নূরে আলম সিদ্দিকী হক রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাংবথুন্দিয়া গ্রামের বাসিন্দা। সপরিবারে তিনি ঢাকায় বসবাস করেন। তিনি রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নূরে আলম সিদ্দিকী হক ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি।
মহানগর ডিবি সূত্র জানায়, মিরপুর মডেল থানায় একটি মামলার ভিত্তিতে নূরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে অংকুৃর স্কুল এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোহাগ রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড়পুল এলাকার বাসিন্দা।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হামলার অভিযোগে শিক্ষার্থী রাজীব মোল্লার দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাইফুল ইসলাম সোহাগকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।