প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, রাজবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি টোকন মন্ডল, সহ-সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন সেলিম, দপ্তর সম্পাদক তারেক রহমান। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিয়ার শিকদার, রাসেল শেখ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সহ-সভাপতি রবিন কুমার দাস, কলেজ শাখার সহ-সভাপতি সাগর শেখ, হাবিব মুন্সী, আব্দুন নাফীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পারভেজ হত্যাকান্ডের বিচার দাবি করে বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে এঘটনায় সংশ্লিষ্টদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হয়, তবে আমরা কিন্তু আরও জোড়ালোভাবে মাঠে নামতে বাধ্য হবো।