রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের সাইদ শেখের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। এঘটনায় একজন আহতও হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল সিকদার জানান, সকালে কামাল তার বাবা সাইদ ও ভাগ্নে রাজুকে সাথে নিয়ে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করতে যান। এসময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে। বজ্রপাতে ঘটনাস্থলেই কামাল নিহত হন। এসময় তার ভাগ্নে রাজু আহত হন। রাজুকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে রাজু আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল উদ্দিন জানান, বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উপজেলার জামালুপওে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।