ইউসিবি বাফুফে অনূর্ধ্ব- ১৫ জাতীয় ফুটবল লীগে রাজবাড়ী জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার রাজবাড়ী স্টেডিয়ামে রাজবাড়ী জেলা দল শরীয়তপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন রাজবাড়ী জেলা দল ও রানার্স আপ শরীয়তপুর জেলা দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, , রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এবিএম মনজুরুল আলম দুলাল সভাপতি ডিএফএ, রাজবাড়ী।