রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান’র নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, দপ্তর সম্পাদক ও অধ্যাক্ষ মাসুদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সভাপতি, মিজানুর রহমান, সহ আকরাম শেখ, ফারুক হোসেন, সেলিম আহমেদ, সোহেল সহ বালিয়াকান্দি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগি অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় লিফলেট বিতরণের পাশাপাশি আগামীতে সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে ধানের শীষে পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন নেতারা।
লিফলেট বিতরণ সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামীর রাষ্ট্রকাঠামো গঠনে ৩১ দফা দাবি আদায়ে যে দিকনির্দেশনা দিয়েছিলেন সেটা বাস্তবায়নে জনগণের কাছে পৌঁছনোর চেষ্টা করছি। দলীয় নেতা-কর্মী ও মানুষের চাওয়া থেকে রাজবাড়ী-২ সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছি।