রাজবাড়ী সদর থানার পুলিশ রোববার সকালে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের আফসার কাজীর ছেলে আলতাফ কাজী ও রামনগর গ্রামের মোঃ হাসেমের ছেলে ফিরোজ মন্ডল।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রোববার রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামী আলতাফ কাজী (৪৪) ও একটি মামলায় ওয়ারেন্টের আসামি মোঃ ফিরোজ মন্ডলকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে চালান করা হয়েছে।