রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামে ডা. আবুল হোসেন ক্লাব মোড় এলাকায় মুদি ব্যবসায়ী চাঁদ আলী খানের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। ভুক্তভোগী চাঁদ আলী খান একই গ্রামের আমির খার ছেলে। মুদি ব্যবসার পাশাপাশি তিনি বিকাশ এজেন্টের ব্যবসাও করেন। গত ১৮ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
চাঁদ আলী খান জানান, গত শুক্রবার তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন সকালে দোকান খুলতে এসে দেখেন তালা খোলা। ভেতরে ঢুকে দেখেন দোকানে থাকা নগদ ২ লাখ ২০ হাজার টাকা, একটি স্যামসাং এ ১২ মডেলের মোবাইল ফোন (যার মধ্যে বিকাশ, রকেট, নগদের ৬৫ হাজার টাকা রয়েছে) চুরি হয়েছে। এছাড়া বিভিন্ন কোম্পানীর কয়েক কাটর্ুৃন সিগার্টে পাওয়া যায়নি। পরে তার দোকানে সিসি ক্যামেরার ফুটেজ খুলে দেখেন, একজন চোর সেগুলো চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় চাঁদ আলী খান রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।