রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনালী ব্যাংকের গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আপন দুই ভাইসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলো ফরিদপুরের ভাঙ্গা থানার কালামৃধা ইউনিয়নের দলকুন্ড গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে পান্নু ব্যাপারী (২৯), কালামিয়া মাতব্বরের ছেলে রাজু মাতুব্বর (৩২) ও সাজু মাতুব্বর (২৮) এবং কুদ্দুস তালুকদারের ছেলে মাসুদ তালুকদার (৩৫)।
প্রেস বিজ্ঞপ্তি হতে জানানো হয়, গত ১৬ এপ্রিল দুপুরে অজ্ঞাত ব্যক্তিরা একাধিকবার ফোন করে নিজেদের সোনালী ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দেয়। তারা কৌশলে ওই গ্রাহকের জাতীয় পরিচয় পত্র, ছবি ও ওটিপি নম্বর সংগ্রহ করে। পরে সাত দফায় তার ওই গ্রাহকের ব্যাংক একাউন্ট থেকে মোট ৮ লাখ টাকা তুলে নেয়। এ ঘটনার পর ১৮ এপ্রিল বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন প্রতারণার শিকার প্রতিভা রানি দাস। পরে ১৯ এপ্রিল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রতরণার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, দুটি বাটন ফোন ও ১৬টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড জব্দ করে পুলিশ।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব জানান, প্রতারকরা আন্তঃজেলা প্রতারক চক্রের একটি সক্রিয় সদস্য। তার দীর্ঘদিন ধরে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আত্মসাতকৃত টাকা উদ্ধারের অভিযান চলমান রয়েছে।