রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ অন্যান্য কমিটির সভা রোববার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপপরিচালক মাজহারুল ইসলাম, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজবাড়ী জেলার উপজেলা নির্বাহী অফিসারগণসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ। সভায় বেশ কিছু গুররুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।