রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল শনিবার অভিযান চালিয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন আসামী গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। তারা হলো সদর উপজেলার ধুলদি জয়পুর গ্রামের ইসমাইল সরদারের ছেলে মোঃ সোহেল সরদার (২৩), চন্দনী ইউনিয়নের অরুন কুমার দে’র ছেলে অপূর্ব কুমার দে (৪০) এবং বাবুপুর গ্রামের বারেক শেখের ছেলে মোঃ শহিদ শেখ (৫৮)।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাজবাড়ী সদর থানার এসআই সৌরভ কুন্ডু, এএসআই মোঃ ফরিদ মিয়া, এএসআই) জহিরুল ইসলাম অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ী থেকে গ্রেফতার করেন। আসামীদের আদালতে প্রেরন করা হয়।