গতকাল শনিবার পাংশা থানার পুলিশ পাংশা উপজেলার মাগুড়াডাঙ্গি মধ্যপাড়া থেকে ইয়াবাসহ দুই ভাইকে গ্রেফতার করেছে। তারা হলো একই গ্রামের মনিরুল শেখের ছেলে মাসুম শেখ ও মারুফ শেখ।
এসময় তাদের কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, মাসুম ও মারুফ দুজনে ইয়াবা ব্যবসার পাশাপাশি সেবনও করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পাংশা থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।