ডা. কানিজ ফাতিমার কাব্যগ্রন্থ ‘পরিধি’র পাঠ উন্মোচন ও আলোচনা সম্প্রতি রাজবাড়ী শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অভিযান প্রকাশনা সংস্থা থেকে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। যেটি একুশে বইমেলায় প্রকাশিত হয়।
কাব্যগৃহের আয়োজনে প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী চায়না সাহার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষা অফিসার আজিজা খানম, প্রাক্তন প্রধান শিক্ষক শাহিনুর বেগম পপি, মো. সাইফুল্লাহ, নৃত্য শিল্পী আব্দুস সাত্তার কালু, কবি খোকন মাহমুদ, ডা. আব্দুর রহমান, ডা. উম্মে জোহরা, ডা. অচিন্ত্য, ডা. মনীষা, ডা. রিয়াজ, কাব্যগৃহের আবৃত্তি শিল্পী ও অভিভাবকগণ।
সঞ্চালনা করেন কাব্যগৃহের সাধারণ সম্পাদক প্রাপ্য প্রতীম সাহা ও আবৃত্তি শিল্পী ইসলাহ ফাতিমা।